পাকিস্তানে পার্লামেন্ট চত্বর থেকে চুরি গেল ২০ জোড়া জুতো, খালি পায়ে ফিরলেন এমপিরা

আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


সবার চোখ ফাঁকি দিয়ে নিরাপত্তার কড়া চাদরে মোড়া পাকিস্তানের পার্লামেন্ট চত্বর থেকেই কী না চুরি হয়ে গেল ২০ জোড়া জুতো! খালি পায়ে বাড়ি ফিরতে হলো এমপি-দের! এই ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, পার্লামেন্ট চত্বরের আঁটোসাঁটো নিরাপত্তা টপকে চোর ঢুকলো কীভাবে?

জানা গেছে, শুক্রবার (২৬ এপ্রিল) পাকিস্তানের পার্লামেন্ট চত্বরে থাকা একটি মসজিদে ঘটেছে এই জুতো চুরির ঘটনা। সেদিন দুপুরে জুম্মার নামাজ পড়তে মসজিদে ঢুকেছিলেন সংসদ সদস্য, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা। কিন্তু নামাজ শেষে বের হতেই চোখ ছানাবড়া সবার। কারণ, কড়া নিরাপত্তায় ঘেরা পার্লামেন্ট চত্বরের মসজিদ থেকে অন্তত ২০ জোড়া জুতো গায়েব!

কীভাবে কী হল কিছুই বুঝতে পারছিলেন না তারা। অনেক খোঁজাখুঁজির পরও নিজেদের জুতো না পেয়ে বিকল্পের সন্ধানে ব্যস্ত হয়ে পড়েন সবাই। শেষমেশ খালি পায়েই ফিরতে হয় অনেককে।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

Exit mobile version