শনিবার, ১৩ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু, পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে ইদ উপলক্ষে ২শ’ প্রতিবন্ধী পরিবারের মাঝে ইদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের শালবাড়ী আটরাই নূরুলহুদার মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক মডেল বিদ্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জননেত্রী রুকশানা বারী রুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ বাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মোঃ রুহুল আমিন ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ রায়হান।
মো. মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ২শ’ প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।