পার্বতীপুরে মাদক সেবনের অপরাধে একজনের কারাদন্ড

আপডেট: নভেম্বর ১৯, ২০২২, ৯:০৩ অপরাহ্ণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরে মাদক সেবনের অপরাধে এক জনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। শুক্রবার (১৮ নভেম্বর ) মধ্য রাতে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তকে শনিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্য রাতে পার্বতীপুর রেলওয়ে থানা এলাকায় রেলওয়ে থানা পুলিশের এসআই (নিঃ) দেওয়ান জিয়াউর রহমানসহ অফিসার ও সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় প্রীতম সাহা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত চলা কালে রেলওয়ে এলাকার ইসলামপুরের (কালীবাড়ি) আব্দুর রাজ্জাক এর বসত বাড়ী থেকে মাদক (ট্যাপেন্টাডল) ট্যাবলেট সহ মাদক সেবনের অপরাধে শাহাদাত (৪০) কে গ্রেফতার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ঘটনাস্হলেই মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) (২১) ধারা মোতাবেক শাহাদাত পিতা মৃত আব্দুল গফুর সাং কালীবাড়ি উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর কে ১ বছর ১১ মাস ১৫ দিন বিনাশ্রম কারাদ- প্রদান করেন। দন্ডপ্রাপ্ত কে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে রেলওয়ে থানা সূত্রে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ