পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :


দিনাজপুরের পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মন্মথপুর জামতলী স্কুল মাঠ প্রাঙ্গনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

পার্বতীপুরের মন্মথপুর জামতলী যুব সংঘ ও এলাকাবাসী আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী সরদার মো. হামিদুল হক।

এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, ক্রীড়া অনুরাগী ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক, পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান সিয়াম।

উদ্বোধনী খেলায় অংশ নেয় দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ ও সৈয়দপুর কোচিং সেন্টার। খেলায় ১-০ গোলে সৈয়দপুর কোচিং সেন্টার বিজয়ী হয়। এই ফুটবল টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নিচ্ছে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ