পুঠিয়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

আপডেট: মে ২, ২০২৪, ১:৫০ অপরাহ্ণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:


আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর পুঠিয়া উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মে ) সকালে রাজশাহী জেলা প্রসাশকের সভাকক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এখন থেকে প্রচারণায় নামতে পারবেন এই উপজেলার প্রার্থীরা।

এদিন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) কল্যাই চৌধুরী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় পুঠিয়া উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন হলেন জিএম হিরা বাচ্চু (মোটর সাইকেল) প্রতীক, মো. আব্দুস সামাদ (আনারস) প্রতিক, আহসানুল হক মাসুদ (ঘোড়া) প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে তিনজন হলেন আব্দুল মতিন মুকুল (চশমা), ফজলে রাব্বি মুরাদ (টিউবওয়েল), জামাল উদ্দিন (তালা) প্রতীক, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন হলেন মৌসুমি রহমান (বৈদ্যুতিক পাখা), পরিজান বেগম (ফুটবল), শাবনাজ আক্তার (হাস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী আচরণবিধি বিষয়ে প্রার্থীদের সাথে আলোচনা করেন রিটার্নিং কর্মকর্তা।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version