পুলিশের অভিযানে আটক ৩৮, মাদকদ্রব্য উদ্ধার

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


নগরীতে পুলিশের অভিযানে ৩৮ জনকে আটক করা হয়েছে। এইসময় আটককৃতদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল রোববার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১০ জন, মতিহার থানা ৯ জন, শাহ মখদুম থানা ৩ জন ও ডিবি পুলিশ এক জনকে আটক করে। এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জন মাদক ব্যবসায়ী ও ১৬ জন অন্যান্য অপরাধে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।