পৃথিবীর ধনীতম ভিক্ষুক! কোটি টাকার ওপরে দু’টি ফ্ল্যাট!

আপডেট: আগস্ট ৪, ২০২৪, ১:৫৪ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


ভিক্ষাবৃত্তির নাম শুনলে ভিক্ষুকের দৈন দশার কথাই সাধারণত খেয়াল হয় সকলের। কিন্তু ভিক্ষাবৃত্তি করেও যে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া যায়, তা কখনও ভেবেছেন কি? সেটাই করে দেখিয়েছেন মুম্বইয়ের ভরত জৈন। সারা দেশের শুধু নয়, গোটা পৃথিবীর ধনীতম ভিক্ষুক তিনিই।

ছোটবেলায় পরিবারে আর্থিক অনটনে পড়াশোনা করার সুযোগ পাননি ভরত। ছোট থেকেই ভিক্ষা করা শুরু করেন। সময় যত এগিয়েছে, তাঁর প্রাপ্তির তালিকা তত বেড়েছে। বিয়ের পর দুই সন্তানের বাবা তিনি। ভিক্ষা করেই বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি টাকা। মুম্বইয়ের প্যারেলে ১.৪ কোটি টাকার দুইটি ফ্ল্যাট রয়েছে।

এছাড়াও থানে এলাকায় আরও দুইটি দোকান রয়েছে। যেখান থেকে মাসিক ৬০ হাজার টাকা ভাড়া পান।
মূলত ছত্রপতী শিবাজি মহারাজ টার্মিনাস রেল স্টেশন, আজাদ ময়দান এলাকায় ভিক্ষা করেন ভরত। এভাবে মাসিক ৬০ থেকে ৭৫ হাজার টাকা উপার্জন করেন।

থাকেন প্যারেলের একটি ফ্ল্যাটে। নিজের পড়াশোনার সুযোগ ছিল না। তাই উপার্জন করে সন্তানদের লেখাপড়া করাতে কনভেন্ট স্কুলে ভর্তি করিয়েছেন ভরত। বাড়ির বাকি সদস্যরা ওই এলাকার দোকানে কাজ করে উপার্জন করেন।

বাড়ির সদস্যরা ভরতকে ভিক্ষাবৃত্তি ছাড়ার অনুরোধ করেছেন বহুবার। সে অনুরোধে তিনি বিশেষ গুরুত্ব দেননি। বরং ভিক্ষাবৃত্তি করেই স্বচ্ছল জীবনযাপন করতে চান তিনি।
তথ্যসূত্র: আজকাল অনলাইন