পোরশায় বিএনপি নেত্রী মমতাজ বেগমকে দল থেকে বহিষ্কার

আপডেট: মে ৫, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি নেত্রী মমতাজ বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে শনিবার (৪ মে) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বহিষ্কারের বিষয়টি মমতাজ বেগমকে জানানো হয়েছে।

মমতাজ বেগম পোরশা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও নওগাঁ জেলা মহিলা দলের সহসভাপতি। তিনি উপজেলা পরিষদের চলতি নির্বাচনে পোরশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এর পূর্বেও পোরশা উপজেলা পরিষদের পরপর দ্বিতীয় বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন।

পত্রে জানানো হয়েছে, আগামী ২১মে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে বিএনপি নেত্রী মমতাজ বেগমের বক্তব্য নেয়ার জন্য বার বার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version