প্রতারক সিরাজকে গ্রেপ্তারের দাবিতে ঈশ্বরদী পৌর পরিষদের সংবাদ সম্মেলন

আপডেট: মে ৯, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে কামরুজ্জামান সিরাজ নামের একজন প্রতারককে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঈশ্বরদী পৌরসভার পৌর পরিষদ। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার প্যানেল মেয়র আবুল হাশেম। এসময় পৌরসভার কাউন্সিলর ওয়াকিল হোসেন, ইউসুফ আলী প্রধান, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম সাবু, কামাল উদ্দিন, আব্দুল লতিফ মিন্টু, আমিনুর রহমান, উজ্জল হোসেন, নারী কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, ফিরোজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে প্যানেল মেয়র আবুল হাশেম অভিযোগ করে বলেন, ঈশ্বরদী পৌর এলাকার পাতিলাখালি গ্রামে কামরুজ্জামান সিরাজ নামের একজন ভূমিদস্যু ও প্রতারক এলাকার নিরীহ মানুষের জমি দখল করতে নিরীহ মানুষদের নানা অপবাদে মামলায় জড়িয়ে হয়রানি করে আসছেন যা খুবই দুঃখজনক। সিরাজ একজন মামলাবাজ হিসেবে এলাকায় পরিচিত, এ পর্যন্ত প্রায় ৪০টি মামলায় বিভিন্ন ব্যাক্তিকে আসামী করে হয়রানি করেছেন। সংবাদ সম্মেলনে সজিব প্রামানিক, সেলিম প্রামানিক, রেনু আরা বেগম, রাকিবুল ইসলাম, আনোয়ারা বেগম, আনোয়ার হোসেন, রুহেল বিশ্বাস, মো. সোলায়মান, হোসনে আরা বেগমসহ সিরাজের অত্যাচারে অতিষ্ঠ ১০-১৫ জন ভূক্তভোগীও উপস্থিত ছিলেন।

তারা বলেন দীর্ঘদিন ধরে কামরুজ্জামান সিরাজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকায় অনেক মানুষ নিজের জমিতে যেতে পর্যন্ত পারেন না। কেউ তার নিজের জমিতে ঘর উঠাতে গেলে রাতের অন্ধকারে ঘরবাড়ি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা। এসব বিষয়ে অভিযুক্ত কামরুজ্জামান সিরাজ তার বিরুদ্ধে আনিত এসব অভিযোগ অস্বীকার করে বলেন আমি একজন কৃষক, আমি সরকারি-বেসরকারি কারো জমি দখলদারিত্বের সঙ্গে জড়িত নেই। এসব বিষয়ে ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা বলেন, কামরুজ্জামান সিরাজ ঈশ্বরদী শহরে একজন মামলাবাজ ও ভূমি দখলকারী, প্রতারক হিসেবে পরিচিত। তাকে জনস্বার্থে আইনের আওতায় আনা উচিৎ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version