প্রতারণার আশ্রয়ে ৫ বিয়ে: ভুয়া ম্যাজিস্ট্রেট কারাগারে

আপডেট: আগস্ট ২, ২০১৭, ১২:৫৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


প্রতারণার আশ্রয়ে পাঁচ বিয়ে ও নিজেকে ম্যাজিস্ট্রেট দাবি করার অভিযোগে কাওসার আলম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। সোমবার হাজারীবাগের আফসার উদ্দিন লেনের ৪১/১৬/১ নম্বর বাসার নিচতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ হেল কাফি এই তথ্য নিশ্চিত করেছেন।
ধানমন্ডি জোনের এসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার নামে হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, ‘অভিযোগ পেয়ে হাজারীবাগ থানার পুলিশ ওই বাসায় অভিযান চালায়। এ সময় কাওসার আলম নিজেকে ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেয় পুলিশের কাছে। সে জানায় ৩৫তম বিসিএসের অ্যাডমিন ক্যাডার। বর্তমানে ঝালকাঠিতে কর্মরত রয়েছে। পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে সে এক  পর্যায়ে স্বীকার করে, সে ম্যাজিস্ট্রেট নয়।  এরপর তার স্ত্রীসহ (ঢাবি শিক্ষার্থী)  তার পরিবারের সদস্যদেরও ডাকা হয়। তারা প্রথমে বিশ্বাস না করে চ্যালেঞ্জ করেন। পুলিশ এক সময় তাদের বোঝাতে সক্ষম হয়। এরপর জিজ্ঞাসাবাদে কাওসার আরও জানায়,  সে উচ্চমাধ্যমিক পাস। আর লেখাপড়া করেনি। কিছুদিন সে ফ্ল্যাক্সি লোডের ব্যবসা করতো। এরপর ম্যাজিস্ট্রেট পরিচয় বিভিন্ন এলাকায় একাধিক বিয়ে করেছে। সে মোট ৫ বিয়ে করেছে। দুই বছর আগে সে চাচাতো বোনকে বিয়ে করে। ঢাকায় সরকারি চাকরি করে, এমন কথা বলে আরও বিয়ে করে। ছয় সাত মাস আগে ঢাবির এক ছাত্রীর সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। এরপর তাকে বিয়ে করে।
কাউসার আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বাদী এসআই মমিনুল হক উল্লেখ করেন, ‘কাওসার ম্যাজিস্ট্রট পরিচয়ে  তৈরি করা তার ভিজিটিং কার্ড, সিল উদ্ধার করা হয়েছে।’ মামলায় দ- বিধির ১৭০/৪১৯ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।-বাংলা ট্রিবিউন