প্রধানমন্ত্রীর অনুশাসনে জিপ কেনার প্রস্তাব আটকে

আপডেট: নভেম্বর ৫, ২০২৩, ২:০২ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


২৬১টি জিপ কেনার ক্রয় প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসনে শেষ পর্যন্ত আটকে গেলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন, ভ্রাম্যমান আদালত পরিচালনা, আইন-শৃঙ্খলারক্ষাসহ সরকারি কাজে গতিশীলতার কথা উল্লেখ করে ২৬১টি নতুন জিপ কেনার উদ্যোগ নিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

কিন্তু প্রধানমন্ত্রীর অনুশাসনে সে প্রস্তাব আটকে আছে। ওই পরিমাণ জিপ কিনতে কত টাকা ব্যয় হবে তা তাকে জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী কয়েকটি বিষয় পরিস্কারের জন্য বলেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ব্যবহারের জন্য জনপ্রশাসন বিভাগ সরাসরি ক্রয় পদ্ধতিতে ২৬১টি জিপ ক্রয়ের উদ্যোগ নেয়। এজন্য পিপিআর, ২০০৮ এর বিধি ৭৬(২)-এ উল্লিখিত মূল্যসীমার ঊর্ধ্বে ক্রয়ের জন্য নীতিগত অনুমোদনের জন্য একটি প্রস্তাব গত ১১ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল। অর্থমন্ত্রীর সভাপতিত্বে কমিটি ওই প্রস্তাব অনুমোদন দেয়।

সূত্র আরো জানায়, নিয়মানুযায়ী সভার কার্যবিরণীর সিদ্ধান্ত সারসংক্ষেপ করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হলে তিনি ওই সারসংক্ষেপে একটি নোট দেন। তাতে বলা হয়, ২৬১টি গাড়ি কিনতে কী পরিমাণ অর্থ প্রয়োজন? জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে কি কোনো গাড়ি নেই? কোথায় কয়টা গাড়ি আছে?

সমাপ্ত প্রকল্পে ব্যবহার করা গাড়িগুলো আছে এবং সেগুলো কী কী কাজে ব্যবহার হচ্ছে তা জানতে চাই। গাড়ি ক্রয়ের প্রস্তাবে মূল্য উল্লেখ করা হয়নি কেন?
জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয় ও অর্থনৈতিক অধিশাখা থেকে প্রধানমন্ত্রীর অনুশাসন সংবলিত একটি পত্র জনপ্রশাসন বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি

এ বিভাগের অন্যান্য সংবাদ