সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
বরেন্দ্র সরকারি কলেজ রাজশাহীর শিক্ষাবর্ষ-২০১৬-১৭ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শিক্ষার মনোন্নয়নে বদ্ধপরিকর। ফলে দেশের সরকারি ও বেসরকারি স্কুল-কলেজগুলোতে শিক্ষার গুণগত মান বেড়েছে। শিক্ষার্থীদের মাঝে সৃজনশীল চিন্তাভাবনা সৃষ্টি হচ্ছে। গতকাল সোমবার বেলা ১১টায় কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে অন্যান্য কলেজের মতো বরেন্দ্র সরকারি কলেজও শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। কাক্সিক্ষত লক্ষ্যে পৌছে যাবে। শিক্ষার্থীদের কাক্সিক্ষত ফলাফল স্কুল-কলেজের সুনাম অর্জন করে। এতে দেশ, জাতি, সমাজ ও পরিবার উপকৃত হয়। পাশাপাশি সুনাম অর্জন হয় দেশের শিক্ষা কাঠামোর। শিক্ষার মাধ্যমে তরুণ-তরুণীদের নতুন জীবনের পথ চলা ত্বরান্বিত হয়। প্রতিবছরই স্কুল-কলেজগুলোতে পুরাতনদের বিদায় দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
কলেজের অধ্যক্ষ মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।