প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কাটাখালী পৌর আ’লীগের বর্ধিত সভা ও প্রচার মিছিল

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৩, ১১:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


আগামী ২৯ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আগমন উপলক্ষে কাটাখালী পৌর আ’লীগের উদ্যোগে বর্ধিত সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে মাসকাটাদিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।

উক্ত সভায় কাটাখালী পৌর আ’লীগের সভাপতি মো. আবু সামা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, পবা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ, কাটাখালী পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার সাদাত নান্নু, পবা উপজেলা যুবলীগের সভাপতি মো. এমদাদুল হক এমদাদ, পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম রাজু।

কাটাখালী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- পবা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মো. পলাশ, পবা উপজেলা মহিলা যুবলীগের সভাপতি হাসিনা খাতুন ও সাধারণ সম্পাদক খুশী খাতুন সহ পবা উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।