রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
অ্যাডভোকেট জিল্লুর রহমান-সোনার দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জিল্লুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর উপশহরের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল এশার নামাজের পর উপশহরস্থ ক্রীড়া ক্লাব মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে সপুরা গোরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি চার কন্যা রেখে গেছেন। অ্যাডভোকেট জিল্লুর রহমান দীর্ঘদিন যাবৎ রাবি সিনেট মনোনিত বিশিষ্ট নাগরিক ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি রাজশাহী আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন। বিভিন্ন সংগঠন অ্যাডভোকেট জিল্লুর রহমানের মৃত্যুতে শোকপ্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংসদ ফজলে হোসেন বাদশা, নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, পিপি ইব্রাহিম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম ও ১৪ নম্বর ওয়ার্ড (পূর্ব) আ’লীগ সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেকসহ গণ্যমান্য বক্তিবর্গ।
নগর আ’লীগ : অ্যাডভোকেট জিল্লুর রহমানের মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, দফতর সম্পাদক ফজলে রাব্বি, ছাত্রলীগ বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক আশিকুর রহমান তুহিন শোকপ্রকাশ করেছেন। গতকাল এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নেতৃবন্দ। এছাড়া নেতৃবৃন্দ ছাত্রলীগ রাজশাহী মহানগরের এর উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগ বোয়ালিয়া (পূর্ব) থানার সভাপতি মনিরুল ইসলাম বিলাসের মামা কামাল আজাদ তোতা (৭৫) গতকাল বুধবার রাত ৮ টায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তার মৃত্যুতে নেতৃবৃন্দ শোকপ্রকাশ করেন।
রাসিক : উপশহর নিবাসী অ্যাডভোকেট জিল্লুর রহমানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রাবি : তার মৃত্যুতে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান ও উপউপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা গভীর শোকপ্রকাশ করেছেন। উপাচার্য ও উপউপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালনায় মরহুমের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ব্লাস্ট : অ্যাডভোকেট জিল্লুর রহমানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, ব্লাস্টের সমন্বয়ক অ্যাডভোকেট আবদুস সামাদ।