সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাহউদ্দিন-সোনার দেশ
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক যুব দিবস পালন করেছে রাজশাহী যুব উন্নয়ন অধিদফতর। এ দিবসের প্রতিপাদ্য ছিল ‘শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজ’। গতকাল শনিবার বেলা ১১ টায় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাহউদ্দিন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রশিক্ষিত যুবশক্তি দেশ গড়ার কারিগর। তারাই দেশকে এগিয়ে নিতে পারে। প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ এর উন্নত দেশে পরিণত করার ভিশন রয়েছে। তা বাস্তবায়নে সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এরফলে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদকমুক্ত শান্তিপূর্ণ দেশ প্রতিষ্ঠা সম্ভব। সভায় দক্ষ জনশক্তি গড়ে তুলে উন্নত বাংলাদেশ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
রাজশাহী জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মোহা. মতিউর রহমানের সভাপতিত্বে এ দিবসের প্রতিপাদ্যের আলোকে প্রবন্ধ উপস্থাপন করেন, মোহনগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর লতিফ তরফদার।
এতে প্রশিক্ষিত নারী উদ্যোক্তা নিলুফার ইয়াসমিন তার সফতার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। আলোচনায় রাজশাহী যুব উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতিরা অংশগ্রহণ করেন।