শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি :
নাটোর শহরের মাদ্রাসা মোড়ে ড্রাম ট্রাকেচাপায় সুমন আহমেদ (৩৫) নামে নাটোর ব্যাংকের সার্ভিস অফিসার নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ফারিয়াতুর রিশা গুরুতর আহত হয়েছেন। তাকে স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) রাত ৯ টার দিকে শহরের মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন আহমেদ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের পরিচালক (স্পোর্টস) ও নাটোরের সাবেক জেলা প্রশাসক শামীম আহমেদের ছোট ভাই ও মানিকগঞ্জ জেলার কাফাটিয়া গ্রামের বাসিন্দা রহমত আলীর ছেলে এবং তিনি ব্রাক ব্যাংক নাটোর শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ ও নাটোর ব্র্যাক ব্যাংকের সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে স্ত্রীসহ শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য শহরের হাজরা নাটোর ভারাবাসা থেকে চালপট্রিতে আসছিলেন। মাদরাসা মোড় গোল চত্বরে রাস্তার পাশ দিয়ে সস্ত্রিক হেঁটে যাচ্ছিলেন সুমন আহমেদ।
এ সময় বগুড়া রোডের দিক থেকে একটি দ্রুতগতির বালুবাহী ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন আহমেদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে।
মাদ্রাসা মোড়ে রহমান ফিলিং স্টেশন এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, শহরের এক রাজনৈতিক নেতা ওই ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৯৭৭২) এর মালিক। ঘটনার আগে ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে ড্রাইভার টাকা দিচ্ছিল আর ওই গাড়ির সহকারী সজীব হোসেন সেখান থেকে ট্রাক চালিয়ে যেতেই দুর্ঘটনা ঘটায়।
এব্যাপারে নাটোর ব্র্যাক ব্যাংকের ম্যানেজার মুরাদ হোসেন শাহেদ জানান, ২০২১ সালে ১৫ সেপ্টেম্বর নাটোর শাখায় যোগদেন, সুমন আহমেদ। দুই বছর আগে শহরের কানাইখালি এলাকায় বিয়েও করেন তিনি। প্রতিদিনের ন্যায় তারা স্বামী-স্ত্রী বাসা থেকে বেব হয়ে শহরের কানাইখালি এসে হাটা-চলা ফেরা করেন। ওই দিন চালপট্রিতে কোন শিক্ষার জন্য সময় ঠিক করতে বের হয়েছিল।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ট্রাকচাপায় সুমন আহমেদের মৃত্যু হয়েছে, তার স্ত্রী গুরুতর আহত।তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এঘটনায় নিহতের ভাই শামীম আহমেদ বাদী হয়ে ট্রাকের চালক কামরুল ও সহকারী সজীবকে আসামি করে নাটোর থানায় মামলা দায়ের করেছেন। অপরদিকে ট্রাকটি জব্দসহ চালককে গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।