রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
পুষ্প মানে ফুল, এই ফুল মানুষের মনকে প্রফুল্ল করে। ফুল মানুষের মনের খোরাক মেটায়। এই ফুল মনকে সতেজ করে। তাই পুষ্প বা ফুল মেলার প্রয়োজন রয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মণিবাজার নানকিং হল মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপি পুষ্প মেলায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার শফিকুল ইসলাম বিপিএম এসব কথা বলেন।
তিনি বলেন, রাজশাহী মহানগরীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য মেট্রোপলিটন পুলিশ মাঠে নেমেছে। তারা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে কোন আপস নয়। সন্তানদের ভালভাবে বাঁচতে দিতে হলে, তাদের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরী করে দিতে হবে আমাদের। তা না হলে তারা ভালভাবে বেড়ে উঠতে পারবে না। এটার দায়িত্ব আমাদের সকলের।
তিনি আরো বলেন, আমাদের এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে মাদকের থাবা থাকবে না। আপনাদের সকলের সন্তান নিরাপদে থাকবে। এমন যেনো না হয় আমাদের সন্তানরা যেন হাতের কাছে মাদক না পাই। তাদের প্রতি আমদের খেয়াল রাখতে হবে তারা যেন মাদক, সন্ত্রাস ও জঙ্গি কানেকশনের সঙ্গে না জড়িয়ে পড়ে। যাদের সন্তান মাদকের সঙ্গে জড়িয়ে গেছে, তাদের সন্ত্রানদের চিকিৎসার প্রয়োজন হলে আমরা চিকিৎসার ব্যবস্থা করবো।
মেলায় বৈকালী সংঘের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফকরুল আলম, ওয়ান ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াকার হাসান।
মেলায় ওয়ান ব্যাংক লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিতত্ব করেন, বৈকালী সংঘের সভাপতি এওয়াইএম মনিরুজ্জামান ছানা।
এ পুষ্প মেলায় ১৪টি স্টল স্থান পেয়েছে। দেশি-বিদেশিসহ হরেক রঙের ফুল মেলাকে আরো সমৃদ্ধ করেছে। মেলায় বেড়াতে এসে শামীমা ইসলাম বলেন, এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এ মেলার মধ্যে দিয়ে মানুষ আরো অনুপ্রাণিত হবে ফুল নিয়ে।
এদিকে পুষ্প মেলাকে আরো সমৃদ্ধ করতে আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এখানে একুশে ফেব্রুয়ারি ও ফুলের ছবি আঁকতে বলা হয়। শিক্ষার্থীরা সাদা কাগজে একুশে ফেব্রুয়ারি ও ফুলের ছবি আঁকে।
পরে অতিথিরা ফুলে স্টল পরিদর্শন করে। এসময় শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।