ফেরারিদের কাছে কেন পোস্টকার্ড লিখছে ইউরোপের পুলিশ

আপডেট: আগস্ট ৬, ২০১৭, ১:০৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোলের সাইটে গেলে চোখে পড়বে মজার সব পোস্টকার্ড। এসব পোস্টকার্ডে যাদের ছবি, তারা সবাই দাগী অপরাধী। তাদের ধরার জন্য হন্যে হয়ে খুঁজছে বিভিন্ন দেশের পুলিশ।
পোস্টকার্ডে বেশ মজা করে লেখা’ “উইশ ইউ ওয়্যার হিয়ার।” অর্থাৎ, তুমি যদি এখানে থাকতে!
এরপর একেকজন দাগী অপরাধীর নাম সম্বোধন করে লেখা, ‘তোমার সঙ্গে অনেক কথা এখনো শেষ হতে বাকী । তুমি ফিরে এসো… ‘ কিংবা ‘এখানকার আবহাওয়া এখন ভারী চমৎকার, আশা করি তুমি শিগগিরই ফিরে আসবে….।
কি উদ্দেশ্যে ইউরোপোল এসব পোস্টকার্ড বাজারে ছেড়েছে?
ইউরোপোল বলছে, দাগী অপরাধীদের ধরতে তারা সাধারণ মানুষের সাহায্য চাইছেন এসব পোস্টকার্ডের মাধ্যমে।
ইউরোপ জুড়ে এখন গ্রীষ্মের ছুটি চলছে। এই ছুটিতে লোকজন এখন বেড়াতে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। পুলিশের ধারণা এই সময়ে অপরাধীরাও হয়তো ভিড় করবে এসব জায়গায়। আর অনলাইনে ছাড়া পোস্টকার্ডের ছবি দেখে নিশ্চয়ই কেউ না কেউ তাদের চিনতে পারবে। তখন পুলিশকে জানালে তাদের ধরা সম্ভব হবে। ইউরোপের ২১ দেশের সবচেয়ে দাগী ফেরারি আসামিদের ছবি সহ এরকম অনেক পোস্টকার্ড অনলাইনে ছেড়েছে ইউরোপোল।
আসামিদের ধরতে এভাবে জনগণের সাহায্য চেয়ে ভালো ফল পেয়েছে ইউরোপোল। তাদের একটি ওয়েবসাইটও আছে এই দাগী অপরাধীদের নিয়ে। গেল বছর ৩৬ জন পলাতক আসামীকে পুলিশ জনগণের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতারে সক্ষম হয়।
রসিকতা করে লেখা এসব পোস্টকার্ড যখন লোকে শেয়ার করবে সোশ্যাল মিডিয়ায় তখন তা আরও অনেক মানুষের নজরে আসবে বলে আশা করে পুলিশ।-বিবিসি বাংলা

এ বিভাগের অন্যান্য সংবাদ