ফের শ্রেষ্ঠ পুরস্কার পেলো চারঘাট থানা পুলিশ

আপডেট: জানুয়ারি ১৫, ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ

চারঘাট প্রতিনিধি


বরাবরেই ন্যায় এবারো শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে চারঘাট মডেল থানা পুলিশ। অস্ত্র উদ্ধার, মাদক প্রতিরোধ, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে বরাবরই জেলা ও বিভাগে শ্রেষ্ঠ হয়ে আসছে চারঘাট মডেল থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় আবারো জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পুরুস্কৃত করা হলো চারঘাট মডেল থানা পুলিশকে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজন করা হয় মাসিক কল্যাণ সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঞা। অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন সার্কেলের সার্কেল এএসপি ও ৯ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অফিসারদের নিয়ে মাসিক কল্যাণ সভায় ৯টি থানা এলাকার মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারসহ থানা এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে চুলচেরা বিশ্লেষন করে আবারো জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী হিসেবে বেছে নেয়া হয় চারঘাট মডেল থানা পুলিশকে।
এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন. মডেল থানা পুলিশ বরাবরই নিজেদের ব কিছুর উর্ধ্বে থেকে ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছে। যার ফলাফল আজকের এই পুরুস্কার।

এ বিভাগের অন্যান্য সংবাদ