শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
বগুড়ার কাহালুতে চাঁদা আদায় করতে গিয়ে এলাকাবাসীর হাতে গণপিটুনিতে রাকিব হাসান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব কাহালু উপজেলার পরিশেষ গ্রামের সামসুল আলমের ছেলে। তিনি স্থানীয় আতা বাহিনী দলের সদস্য হিসেবে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, মালঞ্চা ইউনিয়নে স্থানীয় আতা বাহিনী নামে পরিচিত দলের ১০-১২ জনের সদস্য শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের ফনিন্দ্র নাথের বাড়িতে চাঁদা নিতে যায়।
এ সময় রাকিব বাড়ির এক সদস্যকে ছুরিকাঘাত করে। পরে এলাকার মানুষ জানতে পেরে দল বেঁধে তাদের ধাওয়া করে। তাদের মধ্যে সবাই পালিয়ে গেলেও রাকিব গ্রামবাসীর হাতে ধরা পড়ে। সেখানে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয় রাকিব।
তিনি আরও জানান, রাকিবের লাশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাহালু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি