বড়াইগ্রামে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা

আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ৯:১৪ অপরাহ্ণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস।

মুক্তিযোদ্ধা আবুল খায়েরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, খলীলুর রহমান গাজী, মুক্তিযোদ্ধা আফসার আলী, আব্দুস সাত্তার প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে দোয়া মাফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা তৈয়বুর রহমান।#