শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে ঘাতক ট্রাক কেড়ে নিল ৭ বছরের শিশু কন্যার প্রাণ। অবুঝ শিশু রাস্তা পারাপারের সময় ঘাতক ট্রাক তাকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে রোববার (৬ অক্টোবর) বেলা সাড়ে ৪টার সময় গোবরচাপা হাট আক্কেলপুর সড়কে পশ্চিম মিঠাপুর গ্রামে।
থানা পুলিশসহ স্থানীয় লোকজন জানায় ঘটনার সময় জিহাদ ইসলামের মেয়ে মরিয়ম (৭) দোকানে জিনিস কিনতে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় আক্কেলপুর গামী একটি ট্রাক মরিয়মকে ধাক্কা মারলে মরিয়ম ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় স্থানীয় লোকজন ট্রাকসহ ড্রাইভার মো, ফিদা হাসান রকি, হেলপার মো, মন্টু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মরিয়মের বাবা জিহাদের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ ড্রাইভার হেলপারকে সোমবার জেল হাজতে প্রেরণ করেছে বলে খানা পুলিশ জানান।