বদলগাছীতে অর্থনৈতিক জোন নির্মানসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা

আপডেট: এপ্রিল ৩০, ২০২৪, ১০:১৮ অপরাহ্ণ


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর বদলগাছীতে অর্থনৈতিক জোন নির্মানসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছেন স্থানীয় সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। ইতোমধ্যেই এর প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়া পলিটেকনিক্যাল ইন্সটিটিউট, নাসিং ইন্সটিটিউট, টেক্সটাইল ইন্সটিটিউট, ভান্ডারপুর একটি ভেটেরিনারি ট্রেনিং ইন্সটিটিউট নির্মান করার ঘোষণা দেন।

বদলগাছীতে গত সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ ৩- আসনের সাংসদ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী তাঁর গৃহীত উপরোক্ত উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। প্রধান অতিথি আরো বলেন, আগামী ২ মাসের মধ্যে রাস্তাঘাট টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। বদলগাছী, মহাদেবপুর নিয়ে আমার ভিন্ন পরিকল্পণা রয়েছে।

এছাড়া অর্থনৈতিক জোন নির্মান হলে ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠাসহ এরাকার অর্থনীতির চাকা পাল্টে যাবে। ঐতিহাসিক পাহাড়পুর নিয়ে অনেক ভাবনা রয়েছে। পর্যায়ক্রমে সবই ব্যাস্তবায়ন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version