বদলগাছীতে বিদ্যালয় মাঠে সুমিষ্ট আমবাগান থোকা থোকা আম আকৃষ্ট করছে পথচারীদের

আপডেট: জুলাই ১৩, ২০২৪, ২:৫০ অপরাহ্ণ


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:


বিদ্যালয় মাঠ জুড়ে গড়ে তোলা হয়েছে সুমিষ্ট জাতের আম বাগান। পুরো মাঠ জুড়ে ছোট ছোট গাছে শুধু আম আর আম। আমের সুরভিত শোভা আর সৌন্দর্য বিমুগ্ধ করে পথচারীদের। বদলগাছী উপজেলা জেলা পরিষদ ডাকবাংলোর পূর্ব দিকে ছোট যমুনা নদীর কোল ঘেষে গড়ে তোলা হয়েছে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়।

উপজেলার প্রতিটি বিদ্যালয় মাঠে নানা প্রজাতির কিছু গাছ থাকেই। তাতে বিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। এছাড়া গাছের আলো ছায়ার তলে ছাত্রছাত্রীরা খেলাধুলা করে। পুরো মাঠ জুড়ে সুমিষ্ট আমবাগান গড়ে তুলেছে এমন দৃশ্য প্রথম চোখে পড়ে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে।

একে তো নদীর কূলে মনোরম পরিবেশে তৈরি তার উপর মাঠে আম গাছগুলিতে মাটি ছুঁই ছুঁই থোকা থোকা আম বিদ্যালয়ের দ্বিগুণ সৌন্দর্য বৃদ্ধি করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা কোথাও যেন এক খণ্ড জায়গা জমি পড়ে না থাকে।

এমন ধারণা থেকেই সিদ্ধান্তক্রমে দেড় বছর আগে আম্রপালি ও বারি ৪ জাতের আম চারা রোপন করা হয়। এই বছর প্রথম আম ধরেছে এবং প্রতিটি গাছে পর্যাপ্ত পরিমান আম ধরেছে। প্রথম বারেই এতো সুন্দর ফলাফল পাবো ভাবতেই অবাক লাগে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রভাষক নজরুল ইসলাম বলেন ২০১৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠা লগ্ন থেকেই অনেক ছাত্রছাত্রী ভর্তি হয়। ছাত্রছাত্রীদের গাড়িতে করে নিয়ে আসা আবার বাড়িতে পৌঁছে দেওয়া, বিদ্যালয়ে নাস্তা দেওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ে।

এতে ছাত্রছাত্রী ঝরে পড়তে শুরু করে। বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়নি। কোন রকমে আমরা ধরে রেখেছি প্রতিষ্ঠানটি। তাছাড়া প্রধানমনত্রীর নির্দেশনা কোথাও যেন এক খণ্ড জায়গা পড়ে না থাকে।

সেই আলোকে আমরা বিদ্যালয় মাঠে বাগানটি তৈরি করেছি। আশানুরূপ আমের ফলন পেয়েছি। এতে প্রতিষ্ঠানটি কিছুটা হেেলও আর্থিকভাবে উপকৃত হবে। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার জন্য আমরা প্রমাণমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ