বদলগাছীতে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও উন্নয়নভাবনা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট: অক্টোবর ৮, ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁর বদলগাছীতে সাংবাদিকদের সাথে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও উন্নয়নভাবনা বিষয়ক ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর নিকট সাংবাদিকবৃন্দ শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন উন্নয়ন কান্ডের কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু জর গিফারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান, সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, বীরমুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী আবু সাইদ, সানজাদ রয়েল সাগর, আবু রায়হান লিটন, আবু রায়হান প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, আপনাদের সাথে মতবিনিময় করে উপজেলার উন্নয়নভাবনাসহ এই উপজেলার শিল্প, সাহিত্য, ইতিহাস ঐতিহ্য নিয়ে যে অবগত হলাম আমি পর্যায়ক্রমে সকলের সংগে সমন্বয় করে কাজগুলো করার চেষ্টা করব।

এ বিভাগের অন্যান্য সংবাদ