বরেন্দ্র জাদুঘরের সাথে হেরিটেজ রাজশাহীর মতবিনিময় অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ১৪, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


এশিয়ার অন্যতম প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর কর্তৃপক্ষের সাথে হেরিটেজ রাজশাহীর এক মতবিনিময় সোমবার (১৪ অক্টোবর) সকালে জাদুঘর পরিচালকের দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় জাদুঘরকে নতুন আঙ্গিকে আরো এগিয়ে নেয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়।



হেরিটেজ রাজশাহীর সভাপতি বিশিষ্ট গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক বিশিষ্ট প্রত্ন-স্থাপত্য বিশেষজ্ঞ প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান।

আলোচনায় অংশ নেন, হেরিটেজ রাজশাহীর সহসভাপতি সাংবাদিক ও লেখক সরদার আবদুর রহমান, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান লাভলু, প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম জোহা, প্রফেসর ড. মো. সাহাল উদ্দিন, বিএফইউজে’র সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, গবেষক ও কবি ড. ফজলুল হক তুহিন, অধ্যাপক কায়সারুজ্জামান, অধ্যাপক নজরুল ইসলাম, জাদুঘরের কর্মকর্তা মো. আসলাম রেজা ও সাবেক কর্মকর্তা আবদুল কুদ্দুস প্রমুখ। সভায় জাদুঘর ও হেরিটেজের মধ্যে পারস্পরিক মতবিনিময় পরামর্শ অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ