বলিউডে পা রাখছেন সুনীল পুত্র আহান

আপডেট: নভেম্বর ২৯, ২০১৬, ১০:৪০ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক



বলিউড অভিনেতা সুনীল শেঠি। তার অভিনীত বেশির ভাগ সিনেমা অ্যাকশন ঘরানার। এবার বাবার পথেই হাঁটছেন পুত্র আহান। কারণ অ্যাকশন ঘরানার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন সুনীল পুত্র আহান। এ জন্য গত কয়েক মাস ধরেই নিজেকে তৈরী করছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাকশন বিশেষজ্ঞের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন আহান। এটি প্রস্তুতিরই একটি অংশ। শারীরিক প্রশিক্ষণ ছাড়াও আহানকে মার্শাল আর্ট শেখানো হবে। এজন্য তাকে লন্ডন পাঠানো হবে। সেখানে ৬ মাস প্রশিক্ষণ নিবেন বলেও জানা গেছে।
নাম ঠিক না হওয়া এ সিনেমাটি প্রযোজনা করবেন সাজিদ নাদিওয়াদওয়ালা। আহানের অল্প দিনের প্রস্তুতি দেখে খুব খুশি এ প্রযোজক। আগামী সেপ্টেম্বর মাসে সিনেমার কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।
‘হিরো’ সিনেমার মাধ্যমে সুনীলের মেয়ে আথিয়া শেঠি বলিউডে পা রাখেন। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন সুরজ পাঞ্চোলি। যদিও সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে। রাইজিংবিডি

এ বিভাগের অন্যান্য সংবাদ