রাজশাহীতে আন্তর্জাতিক চক্ষু হাসপাতাল, ডেইরি শিল্প স্থাপনে দুই বাংলার রোটারী ক্লাবের যৌথ সভা

আপডেট: মে ৪, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (বিএলএস) উদ্যোগে এবং ভারতের রোটারী ক্লাব অব ডোমকল মুর্শিদাবাদ, রোটারী ক্লাব অব কলকাতা ওল্ড সিটির যৌথ সহযোগিতায় একটি আন্তর্জাতিকমানের চক্ষু হাসপাতাল এবং দুগ্ধ শিল্প (ডেইরি প্রকল্প) এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নিয়ে কাজ করতে সম্মত হয়েছে। শনিবার (৫ মে) একটি যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রোটারী ক্লাবের সভায় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান ড. হেমায়েতুল ইসলাম আরিফ, রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু, রাজশাহী বিশ্ববিদ্যাল ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন রোটারিয়ান প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার, ক্লাব ডাইরেক্টর রোটারিয়ান রফিকুল ইসলাম রিপন, ড. গোলাম মাওলা, সহ-সভাপতি রোটারিয়ান মিজানুর রহমান, মহসিন আলী, আতিকুল ইসলাম, রাজিউর রহমান।

এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, ডোমকল মুর্শিদাবাদ এর পাস্ট প্রেসিডেন্ট এবং বেলডাঙ্গা আই হসপিটাল, রোটারী ইন্টারন্যাশনাল-৩২৯১ ভারতের চেয়ারম্যান মোহাম্মদ নাসিম হায়দার, ভারতের ব্যবসায়ী সিদ্ধার্থ চ্যাটার্জি, জাহাঙ্গীর আলম, সুনীল প্রামানিক, এবং ই¯তাক আহমেদ ।

চেয়ারম্যান মোহাম্মদ নাসিম হায়দায় বলেন, চক্ষু হাসপাতাল হল একটি চিকিৎসা সুবিধা যা চোখ-সম্পর্কিত অবস্থার নির্ণয় ও চিকিৎসায় বিশেষজ্ঞ। তারা চক্ষুবিদ্যা এবং অপটোমেট্রি পরিষেবাসহ বিস্তৃত পরিষেবা প্রদান করে। চক্ষু চিকিৎসা পরিষেবাগুলির মধ্যে রয়েছে সম্পূর্ণ চোখের পরীক্ষা, অস্ত্রোপচার পদ্ধতি যেমন- ছানি সার্জারি, গ্লুকোমা চিকিৎসা এবং প্রতিসরণকারী চোখের সার্জারি ইত্যাদি। অপটোমেট্রি পরিষেবাগুলির মধ্যে রয়েছে দৃষ্টি পরীক্ষা, চশমা এবং কন্টাক্ট লেন্স প্রেসক্রিপশন ও প্রতিরোধমূলক চোখের যত্ন। কিছু চক্ষু হাসপাতাল বিশেষায়িত পরিষেবাও প্রদান করে, যেমন- পেডিয়াট্রিক চক্ষুবিদ্যা এবং নিম্ন-দৃষ্টি পুনর্বাসন।

রোটারীয়ান রফিকুল ইসলাম রিপন বলেন সৃষ্টিকর্তা প্রদত্ত শরীরের অঙ্গগুলোর মধ্যে চোখ এমন একটি অঙ্গ যা না থাকলে অথবা নষ্ট হয়ে গেলে একটি কর্মক্ষম মানুষ অক্ষম হয়ে যায়। কাজেই এর চিকিৎসা রক্ষণাবেক্ষণের জন্য চক্ষু হাসপাতাল একান্ত প্রয়োজন। প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক মানুষ বিভিন্ন দেশে চক্ষু পরীক্ষার জন্য পাড়ি জমায়। যার ফলে একদিকে যেমন সময়ের অপচয় অন্যদিকে ডলার অপচয় হয়।

রোটারী ক্লাবের দুই দেশের সহযোগিতায় যদি একটা আন্তর্জাতিক মানের চক্ষু হাসপাতাল নির্মাণ করা যায় রোটারীর ইন্টারন্যাশনাল এর মাধ্যমে তবে এর দ্বারা ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তারের সহযোগিতা এবং পরামর্শে আমাদের দেশ থেকেই উন্নত চোখের চিকিৎসা করা সম্ভব হবে।

প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার বলেন, প্রাণিজাত পণ্যেও উৎপাদন বৃদ্ধি, মার্কেট লিংকেজ ও ভেলু চেইন সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং বেসরকারী উদ্যোক্তাগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নির্ধারিত এলাকায় প্রাণিসম্পদ খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জন।

চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু বলেন, উন্নত খাদ্য ও পুষ্টি সরবরাহ, প্রাণিস্বাস্থ্য এবং কৃত্রিম প্রজনন ব্যবস্থাপনা নিশ্চিতকরণের মাধ্যমে খামারী পর্যায়ে বিদ্যমান প্রতিটি গবাদিপশুর উৎপাদনশীলতা কমপক্ষে ২০% বৃদ্ধি করা; নিরাপদ প্রাণি ও প্রাণিজাত পণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করা; প্রাণিসম্পদ উৎপাদনে টেকসই প্রবৃদ্ধির জন্য উপযোগী পরিবেশ, আধুনিক জ্ঞান ও প্রাণিবীমা চালুকরণ; সুনীল প্রামানিক বলেন আধুনিক কসাইখানা তৈরী এবং নিরাপদ মাংস উৎপাদন ও বিদেশে রপ্তানীর সুযোগ সৃষ্টি হবে।

ডক্টর গোলাম মাওলা বলেন অতি সম্প্রতি রাজধানীর ইস্কাটনে ঢাকা স্কুল অব ইকোনমিক্সের এন্টারপ্রেনারশিপ ক্লাবের উদ্যোগে আয়োজিত সেমিনারে দেশব্যাপী কর্মসংস্থান বৃদ্ধি ও উন্নয়নকে টেকসই করতে উদ্যোক্তা উন্নয়নে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য আর্থিক খাতের সহযোগিতা বাড়ানোর পাশাপাশি উদ্যোক্তা নীতিমালা প্রণয়নের প্রস্তাব আছে তাদের। অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘দেশে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য এখনই সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে রোল মডেল ছিলাম। সামনের দিনে এসডিজি লক্ষ্য অর্জনে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরী’

সভাপতি রোটারীয়ান ড. হেমায়েতুল ইসলাম আরিফ বলেন, বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংগঠন রোটারী টিআরএফে র মাধ্যমে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন খাতে সেবা প্রদান করা হচ্ছে। বিশ্বকে পোলিও মুক্ত করার দ্বার প্রান্তে পৌঁছে দেয়ার কাজে নিয়োজিত রয়েছে সামাজিক সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল। পোলিও ছাড়াও সারাবিশ্বে আর্ত মানবতার সেবায় গত ১১৬ বছর ধরে অসংখ্য কাজ করেছে রোটারী। প্রধানমন্ত্রীর নিকট আমাদের আবেদন চক্ষুসেবা নিশ্চিত করা ও ডেইরি প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, প্রাণীজ আমিষের যোগান দেওয়া এবং মেধা সম্পন্ন জাতি তৈরির লক্ষ্যে আন্তর্জাতিকমানের চক্ষু হাসপাতাল ও ডেইরি প্রকল্পের কার্যক্রম শুরু করতে রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির নামে রাজশাহীতে এক (০১) একর জমি বরাদ্দ দেওয়ার মাধ্যমে উপরে উল্লেখিত কার্যক্রম গ্রহণ করা হলে শিল্প স্থাপন এবং কর্মসংস্থান সম্ভব হবে।

Exit mobile version