বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
বাগমারায় গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আক্রমণের ঘটনায় করা নাশকতা মামলায় চরমপন্থী নেতা কৃষক লীগের সম্পাদক আব্দুর রাজ্জাক ওরফে আর্ট বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলের দিকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১১ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সর্বহারা গ্রুপের চরমপন্থী এই নেতা গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের দমনে নাশকতা চালায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বাগমারা থানায় একটি মামলা করা হয়। সে মামলায় আব্দুর রাজ্জাক ওরফে আর্ট বাবুকে আটক জিজ্ঞাসাবাদ করে রাজশাহী জেলা ডিবি। পরে বাগমারা থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, চরমপন্থি দলের একসময়ের শীর্ষ এই নেতা প্রভাব খাটিয়ে বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পদ বাগিয়েছিলেন। উপজেলার তাহেরপুর পৌরসভার প্রথম মেয়র আওয়ামী লীগ নেতা আলো খন্দকারসহ ১৫ হত্যা মামলার আসামি আব্দুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু। বিএনপি নেতা মরু হামিদ হত্যা মামলায় তিনি যাবজ্জীবন সাজা পেয়েছিলেন। পরে উচ্চ আদালতে আপিল করে কারামুক্ত হয়েছেন। প্রায় ৩ বছর আগে চরমপন্থি নেতা আর্ট বাবু তার সহযোগীদের নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য আত্মসমর্পণ করেছিলেন।