বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি:
হুমাইরা বিনতে রাজী- সোনার দেশ
রাজশাহীর বাগমারা উপজেলায় সম্প্রতি প্রকাশিত এসএসসির ফলাফলে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে হুমাইরা বিনতে রাজী সর্বোচ্চ নাম্বার পেয়ে উপজেলার শীর্ষ স্থান অর্জন করেছে বলে জানা যায়।
চলতি বছরের রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবার পর নম্বর বিশ্লেষনে সর্বোচ্চ ১২৪৫ নাম্বার পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে উপজেলায় ফলাফলে শীর্ষস্থান দখল করেছে সুমাইরা বিনতে রাজী। তার পিতা এসএম জামান-অর-রাজী একজন আইনজীবী এবং মা মাহারুকা খাতুন একজন গৃহিনী।
সুমাইরা বিনতে রাজীর এই সাফল্যের পেছনে পিতা-মাতা এবং শিক্ষকদের অগ্রনী ভূমিকা রয়েছে বলে সে জানিয়েছে। সে ভবিষ্যতে চিকিৎসক হতে চায়।
বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আকতারুল আলম সেন্টু জানান, হুমাইরা বিনতে রাজী একজন পরিশ্রমী শিক্ষার্থী। বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী জানান, বাগমারা উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে হুমাইরা বিনতে রাজী পরিবার ও প্রতিষ্ঠানের সুনাম বাড়িয়েছে। সে একজন খুবই মেধাবী শিক্ষার্থী। হুমাইরা বিনতে রাজী সকলের কাছে দোয়া কামনা করেন।