রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের হাসনীপুর গ্রামের একটি পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে প্রায় সাত লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুকুরের মালিক আরঙ্গবাদ গ্রামের সুজন সরকার বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সুজন সরকার জানান, গত রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে তার পুকুরে বিষ প্রয়োগ করা দেখতে পায় পাহারাদার। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পূর্ব শত্রুতার জের ধরে কেউ এমন ঘটনা ঘটিয়েছে বলে সুজন সরকার দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ জানান, তদন্ত করে এ ঘটনায় জড়িদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।