সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর বাগমারায় বিদেশি পিস্তল ও গুলিসহ শরিফুল ইসলাম রকেট (২২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহীর সদস্যরা। একইসঙ্গে ইয়াবাসহ জাহিদুর রহমান (২৮) নামের অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উপজেলার মাদিলা উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে র্যাব-৫, রাজশাহীর সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত শরিফুল ইসলাম রকেট উপজেলার বেনীপুর গ্রামের জবান আলীর ছেলে। আর জাহিদুল ইসলাম উপজেলার মাদিলা গ্রামের খয়বর রহমানের ছেলে। তাদের দুইজনকে একই জায়গা থেকে গ্রেফতার করা হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাদিলা উত্তরপাড়া এলাকায় কতিপয় সন্ত্রাসী মাদকদ্রব্য সেবন ও সন্ত্রাসীমূলক কর্মকান্ডের উদ্দেশ্যে অবস্থান করছে এ ধরনের সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি অপারেশন দল অভিযান চালায়।
এসময় মাদক সেবনরত অবস্থায় শরিফুল ইসলাম রকেটকে গ্রেফতার করে। এ ময় একটি ৭.৬৫ মি.মি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ২ লাউন্ড গুলি তার কাছ থেকে উদ্ধার করা হয়। এছাড়াও একই স্থান থেকে গ্রেফতার জাহিদুর রহমানের কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।