সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সভাপতিত্বে কার্যক্রম শুরু করা হয়।
বিভিন্ন অনিয়ম ও অভিযোগের কারণে যাচাই বাছাই কমিটি থেকে বাদ পড়েছেন বিতর্কিত মুক্তিযোদ্ধা কমান্ডার শাহার আলী। প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাছ থেকে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, শাহার আলী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। কমান্ডার হবার পর অর্থের বিনিময়ে তিনি অমুক্তিযোদ্ধাদের নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়েছে এবং প্রকৃত বাদপড়া মুক্তিযোদ্ধারা তাকে টাকা না দেয়ায় তাদের বিরোধিতা অব্যাহত রেখেছেন বলেও তারা অভিযোগ করেন। যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারের পরিচালনায় যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারি কমিশনায় (ভূমি) আলমগীর হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন, কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আলী খাজা এমএ মজিদ, খয়বর আলী, রফিকুল ইসলাম, খগেন্দ্রনাথ প্রমুখ। গতকাল উপজেলার সোনাডাঙ্গা ও আউচপাড়া ইউনিয়নের তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ও নতুন আবেদনকারীদের যাচাই-বাছাই করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাগমারায় ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ৩৮৬ জন। এখানে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য নতুন আবেদন করেছেন ৩২৪ জন। পর্যায়ক্রমে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভার আবেদনকারীদের যাচাই-বাছাই করা হবে।