বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের শীতলাই গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গিভার ফাউন্ডেশন ও শীতলাই উত্তরপাড়া সমবায় সমিতির উদ্যোগে শীতলাই গ্রামে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মান্দা উপজেলার দাসপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, গিভার ফাউন্ডেশন ও শীতলাই উত্তরপাড়া সমবায় সমিতির সভাপতি বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলোজী (বিআইএমটি) নারায়নগঞ্জের শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী তৌহিদুল ইসলাম, ফাউন্ডেশনের সদস্য রইচ উদ্দিন, আবদুর রউফ, শিক্ষক নুরুল ইসলাম, আবদুল করিম, ওমর আলী, আবু বক্কর প্রমুখ। এসময় এলাকার প্রায় শতাধিক হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।