রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি চালক শাহীন আলমের (৪০) মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় শিক্ষক সুজিত কুমারসহ দুইজনের মৃত্যু হলো।
গত শনিবার ভোর পাঁচটার দিকে বাগমারা উপজেলার দেউলা নাটোর কোল্ড স্টোরেজের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক ভর্তি বাঁশের সঙ্গে ধাক্কা লাগে সিএনজি। ঘটনাস্থলেই কনোপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিএসসি) সুজিত কুমার মন্ডল নিহত হন। ওই ঘটনায় স্থানীয় লোকজন সিএনজি’র চালক শাহীন আলমসহ চারজনকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করে। সিএনজি’র চালক শাহীন আলমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে অস্ত্র পাচারের সময় অপারেশন থিয়েটারে তিনি মারা যান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ বলেন, দুর্ঘটনার বিষয়ে থানায় এখনো কোন মামলা দায়ের হয় নি।
অপরদিকে জেলা মিশুক অটোরিক্সা ও অটোটেম্পু চালক ইউনিয়ন সদস্য শাহীন আলীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, ইউনিয়নের সভাপতি ইনসান আলী শাহীন ও সাধারণ সম্পাদক নূরল ইসলাম। এসময় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামান করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।