বাগমারা-দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ

আপডেট: মে ২, ২০২৪, ১১:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর তিন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মে ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
বাগমারা উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক পেয়েছেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক সরকার (আর্ট বাবু)। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু পেয়েছেন ঘোড়া। আরেক প্রার্থী নাছিমা আক্তার পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে অন্য প্রার্থী না থাকায় শহীদুল ইসলাম নির্বাচিত হতে যাচ্ছেন। তবে নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী আছেন। তাদেরও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কলস প্রতীক পেয়েছেন কহিনুর বানু, প্রজাপতি প্রতীক পেয়েছেন মমতাজ আক্তার বেবী, ফুটবল প্রতীক পেয়েছেন শাহিনুর বেগম।

দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তিনজন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে দু’জনসহ মোট সাতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ সরদার। তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক। একই পদে দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাদের ম-ল টিউবওয়েল প্রতীক, শ্রমিক লীগ নেতা শামীম ফিরোজ তালা প্রতীক ও মোসাব্বের সরকার জিন্নাহ টিয়া প্রতীক পেয়েছেন।

এছাড়াও নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ফুটবল প্রতীক ও সাবেক ইউপি সদস্য কোহিনুর বেগম কলস পেয়েছেন।
পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন আছেন। তারা হলেন- উপজেলা চেয়ারম্যার জিএম হিরা বাচ্চু মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও আনাসর প্রতীক নিয়ে আবদুস সামাদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।

ভাইস চেয়ারম্যান পদে তিনজন হলেন আবদুল মতিন মুকুল (চশমা), ফজলে রাব্বি মুরাদ (টিউবওয়েল), জামাল উদ্দিন (তালা) প্রতীক। নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন হলেন মৌসুমি রহমান (বৈদ্যুতিক পাখা), পরিজান বেগম (ফুটবল), শাবনাজ আক্তার (হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার কল্যাণ চৌধুরী জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে বাগমারা-দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ১৯ মে মধ্যরাতে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version