বাগাতিপাড়া মডেল থানার নতুন ওসি আমিনুল হক

আপডেট: অক্টোবর ৬, ২০২৪, ১:১২ অপরাহ্ণ


বাগাতিপাড়া প্রতিনিধি :


নাটোরের বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আমিনুল হক। শনিবার রাত ৯টার দিকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ওসি মো. আমিনুল হক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা।

এর আগে তিনি নওগাঁর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব নিয়ে ওসি মো. আমিনুক হক বলেন, বাগাতিপাড়া উপজেলার সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করবেন। এ বিষয়ে সবার সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।