মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ মাইনুল ইসলাম নামক এক মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ রেইডিং টিম।
শনিবার (১ সেপ্টেম্বের) রাত ৯ টার দিকে নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে বাগাতিপাড়া মডেল থানাধীন মাড়িয়া সরকারপাড়া গ্রামে মাইনুলের নিজ বাড়ি থেকে ৪ গ্রাম হেরোইন ও আলামতসহ তাকে আটক করা হয়।
জানা যায়, মাইনুল একাধিক মামলার আসমি। তার ভাই কথিত সাংবাদিক ও মানবাধিকার কর্মী মিজানুরের আশ্রয় ও প্রশ্রয়ে দৈর্ঘদিন ধরে মাদক ও নারী এনে দেহ ব্যবসা করে এলাকার কিশোর-যুবকদের অপকর্মের সাথে আসক্ত করাতেন। এই অপকর্ম থেকে অর্জিত অর্থের নির্দিষ্ট পরিমাণ টাকা মিজান নিয়ে থাকেন বলে দাবি করেন স্থানীয়রা।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাইনুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।