বাঘায় অপ্রাপ্ত বয়সের ছাত্র-ছাত্রীর বিয়ে বন্ধ, মুচলেকায় মুক্তি

আপডেট: মে ৭, ২০২৪, ১১:০৩ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় নবম শ্রেণির ছাত্রের সাথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের প্রস্তুতিকালে বিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা দেয় উভয় ছাত্র-ছাত্রীর অভিভাবক।
জানা যায়, ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর সাথে বিয়ের প্রস্তুতি চলছিল নবম শ্রেণির ছাত্রের। উপজেলা মহিলা অধিদফতর বিষয়টি জানার পর পুলিশ নিয়ে বিয়ে বন্ধ করে দেন।

এ বিষয়ে উপজেলা মহিলা অধিদফতরের কর্মকর্তা নাসরিন আকতার বলেন, বিশেষ কোন আয়োজন ছাড়াই গোপনে অপ্রাপ্ত বয়সের ছেলে এবং মেয়ের বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। এ খবর জানার পর সেখানে পুলিশ নিয়ে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তাদের পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন বলে মুচলেকা নেওয়া হয় উভয়ের কাছে থেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version