শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধিধ:
রাজশাহীর বাঘায় বিএনপি নেতা কলেজ শিক্ষক আনোয়ার হোসেন পলাশকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বাউসা ইউনিয়নের নিজ গ্রাম আড়পাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়ার সময়ে তাকে গ্রেফতার করে পুলিশ। আনোয়ার হোসেন পলাশ মনিগ্রাম কলেজের শিক্ষক ও বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়াসহ সহিংসতার অভিযোগে বিএনপি-জামায়াত এবং সহযোগী সংগঠনের ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।
গত ১৮ জুলাই বাঘা থানার এসআই শাহ নেওয়াজ বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ৪৫ জনকে অজ্ঞান আসামী করে মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাঘা উপজেলার জামায়াত বিএনপি গোপন বৈঠক করছিল। এ অভিযোগে একটি মামলা হয়েছে। এই মামলায় বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (২ আগস্ট) পর্যন্ত আনোয়ার হোসেন পলাশসহ ২০ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।