বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
বাঘায় উন্নয়ন মেলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে তিন দিনব্যাপী উপজেলা চত্বরে এই মেলার আয়োজন করছে উপজেলা প্রশাসন। এই মেলায় বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম উপজেলার বিভিন্ন দফতরের পক্ষ থেকে উপস্থাপন করা হবে। এছাড়া মেলায় প্রায় অর্ধ শতাধিক স্টল বসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ের জনগণের সামনে তুলে ধরার উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে। এছাড়া ইতোমধ্যে মেলার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।