বুধবার, ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় দুই দোকানে অর্থদন্ড করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল আড়ানী পৌর বাজারের মিষ্টির দোকানে ও কসমেটিকসের দোকানে বিশেষ অভিযান চালিতে পৃথকভাবে সাত হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বাঘা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবদুল হান্নান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আড়ানী পৌর বাজারের নিউ কল্পনা মিষ্টান্ন ভান্ডারে অপরিস্কারের কারণে মালিক উত্তম কুমারের পাঁচ হাজার টাকা ও ঢাকা গিফট কর্নার কসমেটিকসের দোকানের মালামালে মেয়াদ উত্তীর্ণের কারণে মালিক হযরত আলীর তিন হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। রাজশাহীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী এই অর্থদন্ড করেন।