রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় মাদক বিক্রির অভিযোগ ও ওয়ারেন্টভুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আড়ানী এলাকার জিন্দার আলী ও পীরগাছা এলাকার সুজন আলী।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, সুজন আলী আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী ও জিন্দার আলী মাদক বিক্রির অভিযোগে আটক করা হয়। গতকাল বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।