সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ৬ ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাঘার পদ্মা নদীর খানপুর খেয়াঘাট পার হতে গিয়ে নৌকা ডুবে তারা নিখোঁজ হয়।
জানা যায়, উদ্ধারকৃত দুই শিক্ষার্থীরা হলেন-বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের মুন্টুু হোসেনের ছেলে সবুজ আলী (১৮) এবং আবাদী চাঁদপুর গ্রামের চান্দের আলীর ছেলে মনিরুল ইসলাম (১৬)। নিখোঁজ দুইজনের মধ্যে সবুজ আলী উপজেলার দুড়দুড়িয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং মনিরুল ইসলাম খানপুর জেপি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে খানপুর জেবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, উদ্ধারকৃত দুই জনই হতদরিদ্র পরিবারের সন্তান। তারা অন্যের জমিতে কাজ করে এবং পাশাপাশি পড়াশোনাও করে। গতকাল শুক্রবার সকালে তারা উভয়েই খানপুর খেয়া ঘাট পার হয়ে পদ্মার নদীর মধ্যে চরে পাট কাটতে যাচ্ছিল। নৌকা পদ্মার নদীর মাঝামাঝি পৌছলে ভার সামলাতে না পেরে নৌকাটি ডুবে যায়। নৌকায় ৪৫ থেকে ৫০ জন লোক ছিল। অন্যরা সাঁতরে কিনারে আসলেও ওই দুই জন শিক্ষার্থী নিখোঁজ ছিল। খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারের জন্য রাজশাহী এবং লালপুর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সেখানে গিয়ে ৬ ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ দুটি উদ্ধার করেছে। লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, নিখোঁজদের উদ্ধারের জন্য রাজশাহী থেকে আসা ডুবুরিয়া নুরুন্নবীর দল দীর্ঘ ৬ ঘন্টা কাজ করার পর লাশ উদ্ধার করেন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের ডাকা হয়েছিল। বাঘা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী ৬ ঘন্টা চেষ্টার পর নিখোঁজদের লাশ ৪০০ মিটার ভাটানির নদীর তলানী থেকে উদ্ধার করা হয়েছে।