বাঘায় ভূমি কর্মকর্তার মতবিনিয়ময়

আপডেট: জানুয়ারি ৫, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


রাজশাহীর বাঘার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নতুন উপজেলা ভূমি কর্মকর্তা মতবিনিময় করেছে। গতকাল বুধবার বিকেল ৩টায় তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি কর্মকর্তা নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা প্রেসক্লাব সভাপতি আব্দুল লতিফ মিঞা (সমকাল/দৈনিক বার্তা), সাধারণ সম্পাদক নুরুজ্জামান (ইত্তেফাক/সানশাইন), যুগ্মসম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা শাখার সভাপতি শিক্ষক আমানুল হক আমান (দৈনিক যুগান্তর/সোনার দেশ), সাংগঠনিক সম্পাদক শিক্ষক আসলাম আলী (নয়াদিগন্ত), এসএম সেলিম আহম্মেদ ভান্ডারী (বাঘা নিউজ ডটকম সম্পাদক/যায়যায়দিন/আমাদের রাজশাহী), অর্থ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা শাখার সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ লালন (ভোরের কাগজ/সোনালী সংবাদ/প্রাপ্তি প্রসঙ্গ), সদস্য শিক্ষক গোলাম তোফাজ্জল কবীর মিলন (আলোকিত বাংলাদেশ), শিক্ষক আশরাফুল আলম (খবরপত্র), ফজলুর রহমান মুক্তা (দিনকাল), জহরুল ইসলাম (মানবখবর), শাহিনুর আলম বাবু (নতুন প্রভাত), কামরুজ্জামান রিপন (রাজবার্ত) প্রমুখ।
মতবিনিময় সভায় ভূমি কর্মকর্তা নাকিব হাসান তরফদার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সঠিক বস্তুনিষ্ট তথ্য সাপেক্ষে সংবাদ পরিবেশেন করলে কারও প্রতিহিংসার স্বীকার হতে হবে না। এছাড়া কোন ভুল তথ্যে যেন কারও ক্ষতি না হয়, সেদিকে খেয়াল করে সংবাদ পরিবশেন করার জন্য আহবান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ