রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আবেদনকারী ৪৮০ জন মুক্তিযোদ্ধাদের নিয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফরহাদ আলী মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম, সদস্য বীরপ্রতীক আজাদ আলী, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আবদুস সামাদ, লাল মোহাম্মদ মন্ডল, সোলাইমান আলী। একদিনে ৪৮০ জন আবেদনকারী মুক্তিযোদ্ধার কাগজপত্র যাচাই বাছাই করা সম্ভব নয়, মর্মে তিনদিনে যাচাই বাছাই করার সিন্ধান্ত হয়েছে। আগামী ৩০ জানুয়ারি পাকুড়িয়া ইউনিয়ন, মনিগ্রাম ইউনিয়ন, বাজুবাঘা ইউনিয়ন, গড়গড়ি ইউনিয়ন, ৩১ জানুয়ারি বাঘা পৌরসভা, ১ ফেব্রুয়ারি আড়ানী পৌরসভা, আড়ানী ইউনিয়ন, বাউসা ইউনিয়ন ও চকরাজাপুর ইউনিয়নের আবেদনকারী মুক্তিযোদ্ধাদের পৃথকভাবে সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই করা হবে বলে সিদ্ধান্ত হয়।