বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সিরাজগঞ্জ প্রতিনিধি:
শ্রমিকদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ দাবিতে বৃহস্পতিবার ( ৪ জুন) সকাল ১০ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন বাসদ সিরাজগঞ্জ জেলা আহবায়ক নব কুমার কর্মকার, বাসদ নেতা, রফিকুল ইসলাম, পলাশ কুমার ঘোষ, আশরাফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, করোনা কালে জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ বরাদ্দ এবং কর্মরত অবস্থায় কোনো শ্রমিক যদি মারা যায় তাকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।
মানববন্ধন শেষে এই দাবিসহ নয় দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।