শনিবার, ১৩ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী অঞ্চলে বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার (১৭ মে) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ওয়াহেদুন নবী অনু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, রাবির শরীর চর্চা বিভাগের (ভারপ্রাপ্ত) পরিচালক মো. আছাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আলী আফতাব তপন ও এম কে কবির তুহিন।
উল্লেখ্য, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজিত বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাজশাহী অঞ্চলের মধ্যে পাবনা মহিন চন্দ জুবিলী উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।