বিএনপি’র ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ

আপডেট: নভেম্বর ৩০, ২০২২, ১২:২৯ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


বিএনপির দেশ বিরোধী ক্রমাগত ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে আগামী ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় আলিপট্টি’র মোড় থেকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আয়োজন করা হয়েছে। আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি মো. রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু’র নির্দেশে উক্ত কর্মসূচিতে সফল করার লক্ষ্যে মহানগর যুবলীগের সকল নির্বাহী সদস্য, ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক সহ সকল নেতাকর্মীকে রাজপথে থেকে বিএনপি, জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ