নিজস্ব প্রতিবেদক :
সিপিএসসি, র্যাব-৫ সদস্যরা মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১১ টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া শ্যামপুকুরে অভিযান চালিয়ে কুখ্যাত অস্ত্র কারবারি সুদেব সরকার (২২) কে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।
সে গোদাগাড়ী থানার মানন্ডই এর রবি সরদারের ছেলে। এ সময় আসামীর কাছ থেকে বিদেশি পিস্তল- ১টি, ম্যাগজিন- ১টি, গান পাউডার ২ কেজি ও ইজিবাইক- ০১টি জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃত আসমাীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন কুখ্যাত অস্ত্র কারবারী। সে পেশায় একজন ইজিবাইক চালক। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে নিয়ে রাজশাহীসহ বিভিন্ন এলাকার অজ্ঞাত অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল।
জব্দকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ আরো জোরদার করার লক্ষ্যে বিভিন্ন নাশকতাকারীদের নিকট সরবরাহ করার জন্য সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করেছিল মর্মে স্বীকার করে।
ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।